মেয়েদের মন ভালো করার উপায় ২০টি

আজকে আলোচনা করব কিভাবে আপনি মেয়েদের মন ভালো করবেন এই বিষয় নিয়ে। অনেক মানুষ রয়েছে যারা নিজের প্রিয় জনের মনটি ভালো করতে পারে না। তাই আজকে আলোচনা করব কিভাবে খুবই সহজে মেয়েদের মন ভালো করার উপায় সম্পর্কে। 

তাই যারা মেয়েদের মন ভালো করতে পারেন না বা কিভাবে করবেন জানেন না আজকের এই পোস্টটি তাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ হতে চলছ। চলুন তাহলে জেনে নেওয়া যাক কিভাবে মেয়েদের মন ভালো করার উপায় সম্পর্কে।  

সূচিপত্র 

ছেলেরা কি করলে মেয়েরা খুশি হয় 

কারও প্রতি মানুষ তখনই ভালোলাগা কিংবা আকর্ষণ অনুভব করে যখন সেই মানুষটির আকর্ষণীয় কোনো বৈশিষ্ট্য থাকে। মিশুক, হাসিখুশি, দয়ালু স্বভাবের মানুষকে সবাই পছন্দ করে। ছেলেদের যেসব আচারণে মেয়েরা খুশি হয় তা হলো -

  • গাড়িতে ওঠার সময় যখন কোনো ছেলে মেয়েটির জন্য আগে থেকেই গাড়ির দরজা খুলে দাড়িয়ে থাকে। 
  • একটা প্রবাদ আছে, ছেলেদের ভালোবাসা নাকি পেট থেকে শুরু হয়। কোনো ছেলে যদব তার খাবারের শেষ অংশটি প্রেমিকাকে নিজের হাতে মুখে তুলে খাওয়ায়, তাহলে বুঝবেন সে সত্যি তাকে ভালোবাসে। 
  • ছেলেরা সাধারণত তার প্রেমিকার পরিবারের সঙ্গে সময় কাটাতে খুব একটা স্বাচ্ছন্দ্যবোধ করে না। কিন্তু আপনি যদি এই কাজটা নিজের ইচ্ছায় করে থাকেন, তাহলে আপনার প্রেমিকা সবচেয়ে বেশি খুশি হবে। 
  • মেয়েরা খুবই খুশি হয় যখন তার প্রেমিক সবার সঙ্গে তাকে পরিচয় করিয়ে দেয়। এই কাজটি সব ছেলে করে না। যে শুধু বিয়ে করার পরিকল্পনা করে, সেই সবার সঙ্গে তার প্রেমিকাকে পরিচয় করিয়ে দেয়। 
  • কোনো কারণ ছাড়াই উপহার দিলে মেয়েরা অনেক বেশি খুশি হয়। জন্মদিন, ভালোবাসা দিবস এগুলোতে উপহার পাবে এটাই স্বাভাবিক। কিন্তু যে ছেলে কোনো উপলক্ষ ছাড়াই তার প্রেমিকাকে উপহার দেয়, সে তাকে নিছক আনন্দ দেওয়ার উদ্দেশ্যেই এমনটা করে। 
  • প্রেমিকার সব ধরনের বিপদ, যেকোনো সমস্যা থেকে উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করে যে ছেলে, তার প্রতি খুশি না হয়ে উপায় নেই।
মেয়েদের মন ভালো করার উপায় সম্পর্কে আজকের এই পোস্ট। যার পরবর্তী অংশে আমরা আলোচনা করা প্রিয় মানুষের  মন ভালো করার উপায় সম্পর্ক। বিস্তারিত জানতে সম্পন্ন আর্টিকেলটি পড়ুন। 

মেয়েদের মন ভালো করার উপায় 

১.আপনি যদি এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়েন তাহলে আপনি খুবই সহজে মেয়েদের মন ভালো করার  উপায় সম্পর্কে এবং মন জয় করতে পারবেন। আশা করছি আপনি বুঝতে পেরেছেন আমরা কোন বিষয়ে আলোচনা করতে চলেছি আজকে। চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা। 

  • আপনার প্রিয় মানুষটি যদি আপনার উপর রাগ করে বা মন খারাপ থাকে। তাহলে আপনি সর্বপ্রথম যা করতে পারেন কোথাও ঘুরতে চান যেখানে তার যেতে অনেক পছন্দ। 
  • আবার করতে পারেন তার যে খাবারটি পছন্দ তাকে নিয়ে ঘুরতে গিয়ে সেই খাবারটি খান যেমন মেয়েদের অনেক বেশি পছন্দ ফুচকা এই ধরনের জিনিস।
  • আপনার প্রিয় মানুষটি যদি মন খারাপ থাকে তাহলে ভাল কোন গল্প বলার চেষ্টা করুন এটা অনেক বেশি কার্যকরী হিসেবে বিবেচিত করা যায়। 
  • আবার আপনার প্রিয় মানুষটি যদি মন খারাপ থাকে তাহলে সিনেমা দেখতে নিয়ে যেতে পারেন এতে মন ভালো হয়। 
  • আপনার প্রিয় মানুষটি যদি মন খারাপ থাকে একটু রোমান্টিক কথা বলার চেষ্টা করবেন। এর ফলে তার মন ভালো হওয়ার সম্ভাবনা থাকে। 
  • আপনার প্রিয় মানুষটি যদি মন খারাপ থাকে তাহলে অবশ্যই আপনি হঠাৎ করে তাকে গিফট কিছু দিলেন বা সারপ্রাইজ করবেন এটি অনেক কার্যকারী একটি পদ্ধতি। 
  • আপনার প্রিয় মানুষের যদি মন খারাপ থাকে তাহলে আপনি তার একটু প্রশংসা করবেন তাহলে তার মন ভালো হতে পারে। 
এছাড়াও আরো অনেক ধরনের উপায় রয়েছে। তবে এই সাধারণ উপায়গুলো যদি আপনি অনুসরণ করতে পারেন তাহলে অনেক ভালো ফলাফল পাবেন। তাই আপনি যদি আপনার প্রিয় মানুষটির মন ভালো করতে চান খুব অল্প সময়ে তাহলে এই কাজগুলো করতে পারেন। 

প্রিয় মানুষের মন ভালো করার উপায় 

অনেক সময় দেখা যায় প্রিয় মানুষটি দূরে থাকে আপনি দূরে থাকেন। কিংবা প্রিয় মানুষটি অন্য কোথাও গিয়েছে আপনি বাসায় রয়েছেন। তাই আজকে আলোচনা করব প্রিয় মানুষের মন ভালো করার উপায় সম্পর্কে। 

  • আমার নামটি তোমার মনের মাঝে লিখে রাখো থাকি দূরে যতই আমি তুমি কাছে আমায় পাবে তত। এই এসএমএসটি একটু অন্যরকম হলেও অনেক ভালো কাজ করতে পারে মেয়েদের মন ভালো করার জন্য। 
  • কিন্তু আপনি এসএমএস বলতে পারেন যে আর কয়েকটি দিন পরে আমি আবার চলে আসছি তোমার কাছে এই কথাটি শুনে অনেক বেশি খুশি হবে। 
  • এছাড়া বলতে পারেন আপনার প্রিয় মানুষটিকে কি আমি তো কাজের ভিড়ে তোমাকে নিতে পারি না খোঁজ তাই তুমি খবর নিতে এখানে চলে এসো রোজ। এই কথাটি শুনে মেয়েটি হেসে দিতে পারে। 
  • কিংবা সে কেমন আছে এই সকল বিষয়ে আপনি তথ্য নিতে পারেন। 
  • তাকে একটু শাসন করার চেষ্টা করবেন তাহলে মেয়েরা একটু বেশি খুশি হয়। 
  • অকল্পনীয় ভাবে কোন এসএমএস দিবেন যেটা সে কল্পনাও করতে পারবে না এরকম মেসেজ করলে মেয়েটি অবাক হবে এবং অনেক খুশি হবে। 
  • এছাড়া আপনি আপনার প্রিয় মানুষটিকে ফানি এসএমএস করতে পারেন। কারণ ফানি এসএমএস করলে মন ভালো হয়। 
এছাড়া আরো অনেক ধরনের এসএমএস করার পদ্ধতি রয়েছে। তবে আপনি সবথেকে ভালো ফলাফল পাবেন আপনি যদি তাকে ফানি এসএমএস করেন। কিন্তু আপনাকে বিষয় বুঝতে হবে না বুঝে যদি পানি সবসময় এসএমএম করতে থাকেন তাহলে এর বিপরীত হতে পারে। তাই আপনাকে আগে জেনে নিতে হবে তার কি জন্য মন খারাপ। 

প্রেমিকার মন ভালো করার জোকস

মেয়েদের মনের মধ্যে  জায়গা করে নিতে হলে মজার ও মধুর কথাগুলো বেশি কার্যকর হতে পারে। এখানে কিছু মজার কথা দেওয়া হলো যা হাস্যরসের মাধ্যমে মেয়েদের মন ভালো করতে পারে। মেয়ে পটানোর মজার কথাগুলো হলো-
  • তোমাকে দেখলেই আমার হার্টবিট বেড়ে যায়, মনে হচ্ছে ডাক্তারের কাছে যেতে হবে। 
  • তুমি কি জানো? আমি তোমাকে না দেখে থাকতে পারি না কারণ আমার চোখ তোমার জন্য সবসময় ব্যকুল। 
  • তুমি যদি গুগল হতে তাহলে আমি সারাক্ষণ সার্চ করে যেতাম 'মাই পারফেক্ট গার্ল'। 
  • তুমি কি চুম্বক? কারণ তোমার দিকে তাকালেই আমি তোমার দিকে আকর্ষিত হই।
  • তোমার সঙ্গে দেখা হওয়ার পর থেকেই আমি ক্যালেন্ডারের তারিখগুলো ভুলে যাচ্ছি কারণ প্রতিদিন তোমার জন্য স্পেশাল। 
  • তুমি কি ম্যাজিক জানো?  কারণ তোমার উপস্থিতি আমার চারপাশকে একদম জাদুকরি করে তোলে। 
  • তুমি কি ক্যামেরা? কারণ প্রতিবার তোমার দিকে তাকালেই আমি হাসতে শুরু করি৷ 
  • তুমি কি জানো? যখনই তুমি আমাকে ইগনোর করো, আমার মোবাইল নেটওয়ার্কের মতো আমি সিগনাল হারিয়ে ফেলি। 
  • তোমার চোখে তাকালেই মনে হয়, তুমি আমার ওয়াইফাই পাসওয়ার্ড সবসময় কানেক্টেড থাকতে চাই। 
  • তুমি কি ক্যালকুলেটর? কারণ তুমি সবসময় আমার মনের অঙ্ক ঠিকঠাক করে দাও। 
  • তোমাকে দেখলেই আমার মনে হয়, আমি তোমার জন্য একটা গানের অ্যালবাম তৈরি করতে পারি। 
  • তুমি কি সোশ্যাল মিডিয়া? কারণ আমি সারাক্ষণ তোমার আপডেট জানার জন্য অপেক্ষায় থাকি। 
  • তোমার সাথে কথা বললে আমার ডেটা শেষ হয়ে যায় না কারণ আমি তোমার সঙ্গে কথা বলতেই থাকি। 
  • তুমি কি রংধনু? কারণ তোমার রঙে আমার জীবনটা রঙিন হয়ে গেছে। 
  • তুমি কি জানো? তোমাকে দেখার পর থেকে আয়না আমার দিকে তাকিয়ে হিংসা করে। 
  • তুমি কি চার্জার? কারণ তোমার সাথে কথা বললে আমার এনার্জি বেড়ে যায়। 
  • তুমি কি জানো? আমার তো মনে হয় আমি তোমার মধ্যে হারিয়ে যাচ্ছি, আর আমার ফিরে আসার ইচ্ছে নেই। 
মজার কথায় মেয়েদের মন ভালো করার পাশাপাশি হাসির মাধ্যমে সম্পর্ককে সহজ ও আরামদায়ক করে তোলা যায়। তবে সবকিছুতেই আন্তরিকতা থাকা জরুরি। 

দ্রুত মন ভালো করার ১০ উপায় 

কোনো কারণে যদি মন খারাপ থাকে বা নিজেকে সুখী না মনে হয় তবে চিন্তিত হবেনা না। ভাবুন সময়টি যদি চাপের, তবে হঠাৎ মজার কিছু ঘটবে, ভলো কিছু হবেই আপনার জীবনে। 

  1. পরিবারের সদস্যদের সঙ্গে একত্রিত হোন, পাশাপাশি কিছু বন্ধুকে দাওয়াত করুন। এরপর সবাই মিলে মজাদার কোনো খেলা খেলুন। 
  2. ঘরে যদি কিছু করার না থাকে তবে মন ভালো করতে হাঁটতে বেরিয়ে যান। 
  3. ম্যাসেজ করবেন না, বন্ধুর সাথে ফোনে কথা বলুন। 
  4. নেতিবাচক ভাবনা থেকে বেরিয়ে যান। নতুন কিছু করুন। জিমে ভর্তি হোন বা রান্নার ক্লাসে ভর্তি হোন। 
  5. এক বা দুই মিনিটের জন্য সামাজিক যোগাযোগের মাধ্যম থেকে বিছিন্ন হয়ে যান। 
  6. দ্রুত মন ভালো করতে গেয়ে উঠতে পারেন পছন্দের কোন গান। 
  7. অন্যকে সাহায্য করুন। পরিবারের সদস্যদের কাজে সাহায্য করুন। 
  8. বেশি মন খারাপ লাগলে রাঁধতে শুরু করতে পারেন। 
  9. হয়তো হাসার মতো পরিস্থিতি নেই, তবু চেষ্টা করুন হাসার। 
  10. ভাবুন সব ঠিক হয়ে যাবে। যদিও খুব চাপের সময় এই ভাবনাটি সহজেই আসবে না, তবু ভাবুন সব ঠিক হবে। 
মেয়েদের মন ভালো করার উপায় সম্পর্কে আজকের এই পোস্ট। যার পরবর্তী অংশে আমরা আলোচনা করা মেয়েদের মন জয় করার উপায় সম্পর্ক। বিস্তারিত জানতে সম্পন্ন আর্টিকেলটি পড়ুন। 

প্রিয় মানুষের মন ভালো করার মেসেজ

প্রিয় মানুষের মন ভালো করার মেসেজ সম্পর্কে আপনার জানা না থাকলে তাকে যেসব মেসেজ করতে পারবেন তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। চলুন জেনে আসি প্রিয় মানুষের মন ভালো করার মেসেজগুলো -

  • মেয়ে ফুলের মতই সৌরভময়। আর নিষ্পাপ জীবন হোক তোমার সুখের মুহূর্তেগুলো ভ্রমণের মতোই ছুয়ে যাক তোমাকে। 
  • মেয়ে তুমি তাকে গ্রহণ করো যে তোমাকে পৃথিবীর ভালোবাসা দিয়ে ধন্য করবে। 
  • খুব বেশি ভালো থাকলে নুপুরের ঝংকারে এই ধরণী কেউ উত্তাল করে তোলে প্রতিটি ঝংকারে এক একটা কাব্য রচনা হবে। 
  • আপনি মেয়ে কত আয়োজন কত সংবেদনশীলতা নিয়ে ভালোবাসার জন্য অপেক্ষা করেন আমি চাই পৃথিবীর সমস্ত মেয়েরাই তার পাপ্য ভালোবাসা পায়। 
  • পৃথিবীতে তুমি যদি নিজেকে রাজকুমারী মনে করো তাহলে নিজের ভালোবাসা এবং যত্ন দিয়ে এক সময় মহারানী হয়ে ওঠো। 
  • আপনি যদি একজন আদরের মেয়ে হয়ে থাকেন তাহলে ধরে নিন আপনি পৃথিবীর সবচেয়ে সুন্দর পরিবারের সন্নিদ্ধে আছেন। 
  • মেয়ে তোমার চোখে পৃথিবীর সবটুকু উজ্জ্বলতা ছড়িয়ে পড়েছে এই চোখে বাঁধন ছেড়ে পালাবে কার সামনে।
  • পরমাতৃ ছায়ায় বড় হওয়া আর একটা নিরাপদ আশ্রয়স্থল হয় যেন আপনার ঠিকানা প্রতিটি মেয়েই যেন পাই এক নিরাপদ আবাস। 
  • তোমার রাগ কিংবা অভিমানকে খুব বেশিক্ষণ বাঁচিয়ে রেখো না কারণ একটু পরে আমি তোমাকে আমার বাউন্ডরে বন্দি করব।
মেয়েদের মন ভালো করার উপায় সম্পর্কে আজকের এই পোস্ট। যার পরবর্তী অংশে আমরা আলোচনা করা ছেলেদের মন ভালো করার উপায় সম্পর্ক। বিস্তারিত জানতে সম্পন্ন আর্টিকেলটি পড়ুন। 

ছেলেদের মন ভালো করার উপায় 

ছেলেদের মন পাওয়া খুব যে সহজ, তেমনটি নয়। এজন্য দরকার এমন কিছু করা, যাতে তাদের মন গলে যায়। দ্রুত আপনার প্রতি আকৃষ্ট হয়। সারাদিন কিছু না কিছু কাজ তারা করেই চলেছেন। ছেলেদের মন পাওয়ার কিছু ফর্মুলা রয়েছে চলুন তা সম্পর্কে জেনে নেওয়া যাক -

তার চোখের সামনে থাকুন : পছন্দের পুরুষ আপনাকে চোখের সামনে না দেখলে আকর্ষন তৈরি হবে না। তাই প্রথমে তার সামনে থাকার চেষ্টা করুন। 

হেসে কথা বলুন : নারীরা ভালো কথা বললেই ছেলেদের হৃদয় গলে যায়। আপনি তার সঙ্গে কিছুক্ষণ হেসে কথা বলুন। দেখবেন তিনি আপনার প্রেমে পড়েছেন। 

তার সম্পর্কে জানতে চান : আপনাকে পুরুষ মানুষটির বিষয়ে জানতে হবে। তাকে সময় দিন, তার সঙ্গে কথা বলুন। আপনি তাকে এই বিষয়গুলো জিজ্ঞেস করলেই দেখবেন তিনি আপনার সম্পর্কে ভাবতে শুরু করেছেন। 

পাশে বসে কথা বলুন : আপনি দূরে দূরে থাকলে আর এই কাজটা এতো দ্রুত হবে না। বরং তার পাশ বসতে হবে। আপনি পাশে বসলেই দেখবেন তিনি মনের দুয়ার খুলে দিচ্ছে। 

চোখে চোখ রেখে কথা বলুন : চোখের সঙ্গে চোখ মেলানো খুবই প্রয়োজন। আপনি চোখে চোখ রাখতে পারলেই দেখবেন একটা মানসিন জয় হয়ে যায়। 

লেখকের মন্তব্য 

আজকের আর্টিকেলের বিষয় হলো মেয়েদের মন ভালো করার উপায় সম্পর্কে। তার পাশাপাশি ছেলেদের মন ভালো করার উপায়, প্রিয় মানুষের মন ভালো করার মেসেজ, মেয়েদের মন জয় করার উপায়, ছেলেরা কি করলে মেয়েরা খুশি হয়, দ্রুত মন ভালো করার ১০ টি উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। 

আমাদের আজকের আলোচনা ছাড়া কোন প্রশ্ন কিংবা মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আমরা আমাদের সঠিক উত্তর দেওয়া চেষ্টা করব। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url