এড দেখে ইনকাম করার উপায় ১০টি
ভূমিকা:
বর্তমান সময়ে টাকা ইনকাম করার জন্য খুব বেশি পরিশ্রম করতে হয় না। অনলাইন কিংবা অফলাইনের মাধ্যমে কাজ করে খুব সহজেই ইনকাম করা সম্ভব। একটু মেধা খাটিয়ে খুব সহজেই ঘরে বসে অনেক টাকা ইনকাম করা সম্ভব। বর্তমান সময়ে অনলাইন ভিত্তিক হওয়ায় বিভিন্ন ধরনের অ্যাপ বা ওয়েবসাইট এর মাধ্যমে ইনকাম করা সম্ভব।
অ্যাপ বা ওয়েবসাইট রয়েছে যেগুলোতে একাউন্ট খুলে সহজেই ইনকাম করা সম্ভব হয়। আর এই ধরনের অ্যাপ বা ওয়েবসাইটগুলোকে তারা তাদের ইনকামের উৎস হিসেবে বিবেচনা করে থাকে। আপনি কোন রকম শারীরিক পরিশ্রম ছাড়াই সম্পূর্ণ মেধা খাটিয়ে কম সময়ে আয় করতে পারবেন। তাই আমরা আলোচনা করব এড দেখে টাকা ইনকাম করে উপায় সম্পর্কে বিস্তারিত।
এড দেখে টাকা ইনকাম বিকাশে পেমেন্ট ২০২৫
বর্তমান সময়টি হচ্ছে অনলাইন ভিত্তিক ডিজিটাল যুগ। সেজন্য বিশ্বের যেকোন জায়গা থেকে টাকা ইনকাম করতে পারবেন। কারণ পূর্বের মতো অনলাইন ভিত্তিক না হওয়ার কারণে টাকা ইনকাম করতে গেলে অনেক পরিশ্রম করতে হবে না। বর্তমান সময়ে সবকিছু অনলাইন ভিত্তিক হওয়ার কারণে খুব সহজে অনেক টাকা ইনকাম করা হয়।
আর ইনকাম করার জন্য বিশ্বের বিভিন্ন দেশ ছাড়াও বাংলাদেশে অনেকগুলো ওয়েবসাইট রয়েছে। যেগুলো খুব স্বল্প পরিশ্রমে খুব সহজেই ইনকাম করা সম্ভব। আর এই ধরনের অ্যাপ বা ওয়েবসাইটগুলো স্বল্প পরিশ্রমের মাধ্যমে প্রচুর টাকা ইনকাম করার অন্যতম উৎস। বর্তমান অনলাইনের যুগে এসে মানুষ মেধাকে কাজ লাগিয়ে অ্যাপস বা ওয়েবসাইট থেকে প্রচুর টাকা ইনকাম করছে।
এইজন্য ওয়েবসাইট বা অ্যাপ থেকে টাকা ইনকাম করার জন্য আপনাকে কিছু নিয়ম মেনে কাজ করতে হবে। তাহলে বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এই ধরনের অ্যাপস বা ওয়েবসাইট থেকে খুব সহজে অ্যাড দেখে টাকা ইনকাম করতে পারবেন। পেমেন্ট পদ্ধতিতে সহজ বিকাশ একাউন্টের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন।
এড দেখে ইনকাম করার উপায় সম্পর্কে আজকের এই আর্টিকেল। যার পরবর্তী অংশে আমরা আলোচনা করব এড দেখে টাকা ইনকাম ২০২৫ সম্পর্কে। বিস্তারিত জানতে সম্পন্ন পোস্ট পড়ুন।
এড দেখে টাকা ইনকাম ২০২৫
এড দেখে টাকা ইনকাম করার অ্যাপগুলোর মাধ্যমে খুব সহজেই স্বল্প পরিশ্রমে প্রচুর টাকা ইনকাম করা সম্ভব। বর্তমান সময়ে অনলাইন অ্যাড দেখে টাকা ইনকাম করার বিষয়টি মানুষের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। তাই আপনি চাইলে খুব সহজেই ঘরে বসে অ্যাড দেখে টাকা ইনকাম করতে পারবেন। সাথে সাথে প্রতিদিনের টাকা বিকাশ বা নগদ একাউন্টের মাধ্যমে পেমেন্ট পেয়ে যাবেন।
ySense app থেকে অ্যাড দেখে টাকা ইনকাম : ySense app হল জনপ্রিয় অনলাইন আনিং প্লাটফর্ম। এখানে টাকা ইনকাম করার একাধিক বিকল্প রয়েছে। যেমন : Paid online surveys, cash offers, quick tasks, refeerral এগুলোর মাধ্যমে যেকোনো সময় ইনকাম শুরু করতে পারবেন। তবে এগুলোর মধ্যে paid online surveys গুলো সম্পূর্ণ করার মাধ্যমে একটা ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন।
এছাড়া যারা নতুন ইউজার তাদেরকে refferral করে প্রতি reffal এ .১০ বা .৩০ ডলার ইনকাম করা সম্ভব। ySense অ্যাপটি মূলত GPT ( Get-Paid-Two) অ্যাপ বা সাইট। তাই এখান থেকে আপনার আনিয় করা ডলার গুলো PayPal ও Gift Cards এর মাধ্যমে উত্তোলন করতে পারবেন।
CASH APPS থেকে অ্যাড দেখে টাকা ইনকাম :CASH APPS এ ক্লিক করে অ্যাপসটি ডাউনলোড করার পর সাইন অ্যাপ অপশনে ক্লিক করতে হবে। সেখানে ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে একাউন্ট খুলতে হবে। এই অ্যাপসটির সব থেকে বড় সুবিধা হচ্ছে এই অ্যাপসে প্রবেশ করার পূর্বে আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে কাজের পরিধি জানিয়ে দেওয়া হবে।
আর আপনার ডিভাইসে যদি টেলিগ্রাম অ্যাপসটি থাকে তাহলে আপনি সরাসরি তাদেন অফিশিয়াল গ্রুপে এড হয়ে কিভাবে এড দেখে টাকা ইনকাম করবেন। বিকাশে বা নগদ একাউন্টে পেমেন্ট নিবেন সেই সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।
Money Cash Apps থেকে অ্যাড দেখে টাকা ইনকাম : Money Cash Apps এ ক্লিক করে এই অ্যাপসটি ডাউনলোড করার পরে একটি অ্যাকউন্ট তৈরি করে নিতে হব। তারপর এখানে আপনি যত বেশি সময় ব্যয় করবেন আপনার ইনকাম ততো বেশি হবে।
আপনার ডিভাইসে এই অ্যাপ থেকে অ্যাড দেখে ইনকাম করার জন্য অবশ্যই একটি টেলিগ্রাম একাউন্ট থাকতে হবে। বাংলাদেশে Earning apps গুলোর মধ্যে অ্যাড দেখে টাকা ইনকাম করার জন্য জনপ্রিয়। কারণ আপনি প্রতিদিনের ইনকাম উত্তোলন করতে পারবেন।
Student job reward Apps থেকে অ্যাড দেখে টাকা ইনকাম : আপনি যদি শিক্ষার্থী হন তাহলে Student job reward অ্যাপসটি ডাউনলোড করে নিয়ে পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব হিসেবে খুব সহজেই অ্যাড দেখে আপনার নিজের খরচ চালাইত পারবেন। কারণ বর্তমান সময়ে এই অ্যাপস ব্যবহার করে অনেক ছাত্র ছাত্রী অ্যাড দেখে ভালো পরিমাণ ইনকাম করছে।
তাই আপনিও যদি শিক্ষার্থী হয়ে থাকে তাহলে এই অ্যাপস এর মাধ্যমে অ্যাড দেখে টাকা ইনকাম করতে পারবেন এবং খুব সহজেই বিকাশ কিংবা নগদে পেমেন্ট নিতে পারবেন।
Daily taka Apps থেকে অ্যাড দেখে টাকা ইনকাম : Daily taka Apps টি বর্তমান সময়ে অ্যাড দেখে টাকা ইনকাম করার জন্য সবচেয়ে জনপ্রিয় একটি অ্যাপস। আপনি চাইলে সহজেই এখানে একাউন্ট তৈরি করে প্রতিদিন টাকা ইনকাম করতে পারবেন।
এই অ্যাপসটিতে আপনি যত বেশি কাজ করবেন আপনার কাজের পরিমাণ অনুযায়ী আপনি তত বেশি পরিমাণ ইনকাম করতে পারবেন। সেক্ষেত্রে আপনি এই অ্যাপসটিতে প্রতিদিন চার পাঁচ ঘন্টা কাজ করতে পারেন তাহলে প্রতিদিন ৪০০-৭০০ টাকা খুব সহজেই ইনকাম করতে পারেন।
Earn money Apps থেকে অ্যাড দেখে টাকা ইনকাম : Earn money Apps গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে একাউন্ট খুলতে হবে। তারপর এই অ্যাপস থেকে অ্যাড দেখে টাকা ইনকাম করা যায়। আর এই অ্যাপসটি বিশ্বস্ত তাই অনেক মানুষ ব্যবহার করে ফ্রি এড দেখে টাকা ইনকাম করতে পারে।
আপনি চাইলে এই অ্যাপসটি থেকে প্রতি মাসে ১২ থেকে ১৫ হাজার টাকা আয় করতে পারবেন। এই অ্যাপসটিতে একটি বিশেষ সুযোগ রয়েছে তা হলো আপনি যদি রেফার করেন তাহলে ইনকাম করতে পারবেন।
Money Cash App থেকে এড দেখে টাকা ইনকাম : গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। তারপর জিমেইল একাউন্ট দিয়ে লগইন করতে হবে। একাউন্ট তৈরি করা পর খুব সহজেই এড দেখে অথবা ভিডিও দেখে দিনে ৪০০ থেকে ৫০০ টাকা ইনকাম করতে পারবেন। পেমেন্ট বিকাশ বা নগদ একাউন্টের মাধ্যমে নিতে পারবেন।
Slidejoy App থেকে এড দেখে টাকা ইনকাম : গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে। তারপর সেখানে একাউন্ট খুলে ফ্রি অ্যাড দেখে কিংবা ভিডিও তৈরি করে খুব সহজেই ইনকাম করতে পারেন।
এই অ্যাপসটির মাধ্যমে আপনার মোবাইল স্ক্রিন লক করার সময় এড দেখার অনুমতি নিয়ে আপনি ক্যাপ বা গিফট কার্ড পাবেন। ফ্রি এড দেখে বা ভিডিও দেখে দিনে ৬০০ থেকে ৭০০ টাকা ইনকাম করতে পারবেন।
ভিডিও দেখে টাকা ইনকাম পেমেন্ট বিকাশে ২০২৫
বর্তমানে ডিজিটাল যুগে অনলাইন ইনকাম করা অনেক সহজ হয়েছে। পূর্বে যেখানে অনেক পরিশ্রম করে ইনকাম করতে হতো সেখানে এখন ইন্টারনেটের মাধ্যমে মানুষ কম সময়ে টাকা ইনকাম করতে পারে। বিভিন্ন অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে বাংলাদেশসহ পৃথিবীর যেকোনো স্থান থেকে সহজেই ইনকাম করতে পারেন।
এই ধরনের প্লাটফর্ম থেকে কাজ করে বা নিয়মিত এড দেখে ইনকাম করতে পারবেন। তার জন্য আপনাকে সহজ কিছু নিয়ম মেনে চলতে হবে। আর আপনি সহজেই বিকাশ একাউন্টের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন।
অনলাইনে আয় করার সুযোগ প্রচুর রয়েছে। লাভজনক উপায় এবং কম পরিশ্রম এড দেখে টাকা ইনকাম করা সম্ভব। এসব সাইটে সাধারণত প্রতারণা হয় না।নিচে এড দেখে ইনকাম বিকাশে পেমেন্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো :
Givvy Videos: এ সাইটটিতে আপনি খুব সহজেই ভিডিও দেখে, সার্ভে পূরণ করে, গেম খেলে, রেফার করে ইনকাম করতে পারবেন।
Swagbucks : ভিডিও দেখে ইনকাম করা যায় এরকম একটি সাইট হলো Swagbucks। এছাড়া এ সাইটে আরো অন্যান্য কাজ করে ইনকাম করা যায় অনলাইন প্লাটফর্মে মাইক্রো জব এর জনপ্রিয় প্লাটফর্ম Swagbucks।
TimeBucks : ভিডিও দেখে ইনকাম করা যায় এরকম একটি সাইট হলো টাইম বুকস। এই ওয়েবসাইটে আপনি ভিডিও দেখে, সার্ভে করে, টাচ পূরণ করে, বিভিন্ন কনটেন্ট দেখে, বিভিন্ন ফটো ভিডিও আপলোড করে ইনকাম করতে পারবেন।
Vidmate cash : মাইক্রো জব এর প্লাটফর্মগুলোর মধ্যে একটি হলো Vidmate ক্যাশ। আপনি এ সাইটিতে ভিডিও দেখে, অ্যাপ ইন্সটল করে, রেফার প্রোগ্রাম করার মাধ্যমে ইনকাম করতে পারবেন।
ClipClaps : ভিডিও দেখে সহজেই ইনকাম করা যায় এরকম একটি সাইট হলো ক্লিপ ক্ল্যপস। আপনি এই সাইটে ভিডিও দেখে, কুইজ খেলে, নতুন অ্যাপ অন্যদের ব্যবহার করতে রেফার করে ইনকাম করতে পারবেন।
FusionCash : ভিডিও দেখে সহজেই ইনকাম করা যায় এরকম একটি সাইট হলো ফ্যাশন ক্যাশ। আপনি এই সাইটিতে ভিডিও দেখে, বিভিন্ন এড দেখে, সার্ভে করে, টাস্ক পূরণ করে, রেফার করে ইনকাম করতে পারবেন এবং বিকাশে পেমেন্ট নিতে পারবেন।
Tulona : ভিডিও দেখে টাকা ইনকাম পেমেন্ট বিকাশে ২০২৫ সাইটগুলোর মধ্যে এটি অতুলনীয়। আপনি এই সাইটে ভিডিও দেখে ইনকাম করতে পারেন, সার্ভে পূরণ করে, ছোট ছোট এড দেখে, বিভিন্ন অয়ার সম্পন্ন করে ইনকাম করতে পারবেন।
এড দেখে টাকা ইনকাম নগদে পেমেন্ট
আজকাল অনেকেই অনলাইনে ফ্রিতে অর্থ উপার্জন করতে চান এবং নগদে পেমেন্ট নিতে চান। অনলাইনে ইনকাসের রিয়েল ওয়েবসাইট বা অ্যাপসগুলোর বেশিরভাগ বিদেশি। তাই এসব সাইট বা অ্যাপস এর ইনকামের টাকা সরাসরি নগদের মাধ্যমে নেওয়া সম্ভব নয়।
তবে কিছু ওয়েবসাইট পেমেন্ট আপনি ব্যাংকে নিতে পারবেন এবং পরে ব্যাংক থেকে নগদে ট্রান্সফার করতে পারবেন। বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইটে সরাসরি ব্যাংকে পেমেন্ট করে থাকে।
আবার আপনি যদি ব্লগিং করে গুগল এডসেন্স এর মাধ্যমে ইনকাম করতে চান তাহলে গুগল এডসেন্স থেকে ব্যাংকে নিতে পারবেন। তবে আপনি যদি ফ্রি টাকা ইনকাম করার জন্য ওয়েবসাইট বিক্রি, টেলিগ্রাম অ্যাপ, বাংলাদেশি সাইটে কনটেন্ট রাইটিং এসব কাজ করে সরাসরি নগদে পেমেন্ট নিতে পারবেন।
এড দেখে ইনকাম করার উপায় সম্পর্কে আজকের এই আর্টিকেল। যার মধ্যে আমরা আলোচনা করেছি টাকা ইনকাম করার ওয়েবসাইট সম্পর্কে। বিস্তারিত জানতে সম্পন্ন পোস্ট পড়ুন।
টাকা ইনকাম করার ওয়েবসাইট ২০২৫
কিছু ওয়েবসাইট থেকে ভিডিও দেখে অথবা এড দেখে ইনকাম করা সম্ভব। এই ধরনের ওয়েবসাইটগুলোতে বেশি পরিশ্রম করতে হয় না। এসব ওয়েবসাইটগুলো থেকে খুব সহজে টাকা ইনকাম করে বিকাশে কিংবা নগদ একাউন্টের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন।
এ ধরনের ওয়েবসাইটে আপনি দিনে তিন থেকে চার ঘন্টা সময় ব্যয় করে ৩০০-৪০০ টাকা ইনকাম করতে পারবেন। এই ওয়েবসাইটে অনেক বেকার মানুষ পরিশ্রম করর টাকা ইনকাম করে। তাহলে চলুন জেনে নেওয়া যাক টাকা ইনকাম করার ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত আলোচনা।
Coinpaya থেকে এড দেখে টাকা ইনকাম করুন : Coinpaya এই ওয়েবসাইটে ক্লিক করে আপনার সমানে যে পেইজটি ওপেন হবে সেখানে রেজিষ্ট্রেশন অপশনে ক্লিক করতে হবে। তারপর আপনার ই মেইল আইডি সাথে পাসওয়ার্ড বসিয়ে agree অপশনে ক্লিক করে রেজিস্ট্রার অপশনে ক্লিক করে ই মেইল ভেরিফিকেশন করে লগইন করতে হবে।
তারপর সেখানে আপনার ই মেইল আইডি ও পাসওয়ার্ড বসিয়ে ভেরিফাই করে নিলেই আপনি খুব সহজেই সেখান Frameless Ads, framed Ads এ ক্লিক করে এড দেখে ইনকাম শুরু করতে পারবেন।
Gmarket-Global থেকে এড দেখে টাকা ইনকাম : Gmarket-Global এই ওয়েবসাইট এর লিংকে ক্লিক করলে আপনার সামনে নিবন্ধন নামে একটি অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে প্রথমে আপনাকে আপনার ফোন নাম্বার বসিয়ে নিতে হবে। এরপরের অপশনে আপনার নাম লিখে পাসওয়ার্ড অপশনে ৬ সংখ্যা বা ৮ সংখ্যার পাসওয়ার্ড বসিয়ে দিবেন।
তারপর একটি কোড অটোমেটিক সেখানে বসে যাবে। তারপর নিবন্ধন অপশনে ক্লিক করতে হবে। এই ওয়েবসাইটে আপনি নিজে এড দেখে ইনকাম করতে পারবেন। আপনার পরিচিতদের রেফার করার জন্য কিছু কমিশন পাবেন।
এই ওয়েবসাইটে এড দেখে টাকা ইনকাম করার জন্য ভিআইপি টাস্কগুলো ওপেন করতে হবে এবং সেখান থেকে টাস্ক কমপ্লিট করার মাধ্যমে আপনি একটা নির্দিষ্ট পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। যত বেশি টাস্ক ওপেন করবেন তত বেশি ইনকাম করতে পারবেন।
InboxDollars থেকে অ্যাড দেখে টাকা ইনকাম : InboxDollars গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে অথবা সরাসরি ওয়েবসাইটে গিয়ে সেখানে রেজিস্ট্রার করার সাথে সাথে আপনি ৫ ডলার পেয়ে যাবেন। আর এই ওয়েবসাইটটি হল এড দেখে টাকা ইনকাম করার জন্য অন্যতম জনপ্রিয় ওয়েবসাইট। এখান থেকে বেশি টাকা ইনকাম করার উপায় হচ্ছে আপনি যখন এড দেখবেন তখন সেখানে বিভিন্ন ধরনের লটারি কার্ড পাবেন।
এই কার্ডগুলো ব্যবহার করে আপনি .০৫-.৩০ অথবা তার বেশি পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। তবে এড দেখে টাকা ইনকাম করার পর সেই টাকা পেমেন্ট নেওয়ার জন্য আপনাকে কমপক্ষে ৩০ ডলার জমা করতে হবে। আপনার পেমেন্টের টাকা Bank account, VISA, PayPal এর মাধ্যমে উঠিয়ে নিতে পারবেন।
Freecash থেকে অ্যাড দেখে টাকা ইনকাম : Freecash এর ওয়েবসাইটে প্রবেশ করে একাউন্ট তৈরি করতে হবে। একাউন্ট তৈরি করা হয়ে গেলে বিভিন্ন ধরনের টাস্ক সম্পন্ন করার মাধ্যমে আপনি এড দেখে টাকা ইনকাম করতে পারবেন। কারণ Freecash ওয়েবসাইটটি এড দেখে ইনকাম করার জন্য জনপ্রিয়।
এই ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন ধরনের ভিডিও গেম খেলে, ব্লগ লেখে, অ্যাপ ডাউনলোড করে এবং ফ্রি এড দেখে টাকা ইনকাম করতে পারবেন। এই ওয়েবসাইট থেকে আপনার আয় করা টাকা আপনি সরাসরি ব্যাংকের মাধ্যমে উঠিয়ে নিতে পারবেন।
PrizeRebel থেকে এড দেখে টাকা ইনকাম : PrizeRebel ওয়েবসাইটে ক্লিক করে আপনি আপনার ফেসবুক একাউন্ট ব্যবহার করে খুব সহজেই আপনি রেজিষ্ট্রেশন করতে পারবেন। এই ওয়েবসাইটটি ২০০৭ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এই ওয়েবসাইটে বিশ্বের পাঁচ মিলিয়ন মানুষ এড দেখে ইনকাম করে। এখন পর্যন্ত এই ওয়েবসাইট থেকে ফ্রি এড দেখার জন্য ২০ মিলিয়ন ডলারের বেশি অর্থ প্রদান করেছে।
আপনি এই ওয়েবসাইট ব্যবহার করে অনলাইন শপিংয়ে ডিসকাউন্ট পাবেন। এই ওয়েবসাইটে বিভিন্ন ধরনের অনলাইন সার্ভে কমপ্লিট করে, ভিডিও দেখে অথবা এড দেখে ইনকাম করতে পারবেন। এছাড়া এই ওয়েবসাইটে বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। আপনার উপার্জিত টাকা ২ ডলার হলে আপনি উঠিয়ে নিতে পারবেন।
neobux.com থেকে এড দেখে টাকা ইনকাম : neobux.com এই ওয়েবসাইটে প্রবেশ করে এখানে একটি একাউন্ট তৈরি করার মাধ্যমে এড দেখে টাকা ইনকাম করতে পারবেন। এই ওয়েবসাইটটি অনেক আগের তাই নির্ভরযোগ্যতা বেশি। এইজন্য এই সাইটে বিভিন্ন দেশের লোক কাজ করে টাকা ইনকাম করতে পারে। শুধু ওয়েবসাইটে এড দেখে যে টাকা ইনকাম করতে পারবেন এমন না।
ওয়েবসাইটে নির্দিষ্ট কিছু কাজ আছে সেগুলো সম্পন্ন করার মাধ্যমে আপনি টাকা ইনকাম করতে পারবেন। প্রতিদিন অন্তত ১-২ ঘন্টা কাজ করলে ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। এ ওয়েবসাইটে উপার্জিত টাকা উত্তোলন করার জন্য অবশ্যই paypal account থাকতে হবে। তাহলে খুব সহজেই ইনকাম করতে পারবেন।
Irazoo.com থেকে অ্যাড দেখে টাকা ইনকাম : Irazoo.com এই ওয়েবসাইটে প্রবেশ করে সেখানে রেজিষ্ট্রেশন করা বা একাউন্ট তৈরি করার মাধ্যমে কোন ঝামেলা ছাড়া এড দেখে টাকা আয় করতে পারবেন। আপনি যদি ওয়েবসাইটে নিয়মিত প্রতিদিন ২-৩ ঘন্টা সময় দিতে পারেন তাহলে আপনি ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন।
এই ওয়েবসাইট থেকে আপনার উপার্জিত টাকা উত্তোলন করতে পারবেন আপনার paypal account এর মাধ্যমে। তাহলে আপনি প্রতিদিন টাকা ইনকাম করে খুব সহজেই উত্তোলন করতে পারবেন।
Adtc থেকে অ্যাড দেখে টাকা ইনকাম : Adtc এই ওয়েবসাইটটি বর্তমান সময়ে এড দেখে টাকা ইনকাম করার অন্যতম জনপ্রিয় ওয়েবসাইট। এই ওয়েবসাইটে প্রবেশ করে সেখানে একাউন্ট তৈরি করে নিতে হবে। সেই ওয়েবসাইটের নির্দেশনা অনুযায়ী কাজ করতে থাকুন তাহলে আপনি প্রতিদিন ৫০০-১০০০ টাকা ইনকাম করতে পারবেন।
AdWallet থেকে অ্যাড দেখে টাকা ইনকাম করুন : AdWallet এই ওয়েবসাইটটি এড দেখে টাকা ইনকাম করার অন্যতম সেরা ওয়েবসাইট। এ ওয়েবসাইট থেকে টাকা ইনকাম করতে হলে আপনাকে ট্রাস্ট পূরণ করার সাথে ভিডিও এড দেখতে হবে। সেগুলো বিষয়ে সংক্ষিপ্ত সার্ভে সম্পর্ণ করতে হবে।
আর এই সার্ভেগুলো একটি বা দুইটি প্রশ্নের হয়ে থাকে তাই বেশি সময় ব্যয় না করে ফ্রি এড দেখে টাকা ইনকাম করতে পারবেন। এই ওয়েবসাইটে প্রতি ভিডিও দেখার জন্য আপনাকে . ৫০ ডলার থেকে ৩ ডলার পর্যন্ত দিয়ে থাকে। তাছাড়া আপনার একাউন্টে যদি ১০ ডলার জমা হয়ে যায় তাহলে সাথে সাথে পেমেন্ট উঠিয়ে নিতে পারবেন।
এড দেখে ইনকাম করার উপায় সম্পর্কে আজকের এই আর্টিকেল। যার মধ্যে আমরা আলোচনা করেছি এড দেখে টাকা ইনকাম apps সম্পর্কে। বিস্তারিত জানতে সম্পন্ন পোস্ট পড়ুন।
এড দেখে টাকা ইনকাম apps
- MyPoints
- iRazoo
- InboxDollars
- QuickRewards
- Gamehag
- Cointiply
- PrizeRebel
- Adwallet
- JumpTask
- Nielsen TV & Mobile Panel
- Freecash
- TaskBucks
- Pocket Money
ফ্রি টাকা ইনকাম apps 2025
- taka gor
- Taka income pro
- Daily taka
- Color khela
- Nobab
- Taka pura
- Lucky money
আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url