ইনস্টাগ্রাম থেকে আয় করার উপায় ২১টি
ইনস্টাগ্রাম থেকে আয় করার উপায়
ইনস্টাগ্রামে কিছু পোস্ট করার পর আপনি নিজের পরিচিত মানুষের কাছ থেকে সহজেই লাইক বা কমেন্ট পেতে পারেন। এই সামাজিক সম্পৃক্ততা আপনাকে সাময়িকভাবে খুশি করলেও আর্থিক কোনো লাভ নেই। কারণ যদি বিনোদনের পাশাপাশি নিজের জীবনের মান উন্নত করতে চান তাহলে সম্পন্ন পোস্ট পড়ুন।
ইনফ্লুয়েন্সার হিসেবে আয় : ইনফ্লুয়েন্সার তারা যারা মানুষকে ইনফ্লুয়েন্সার করে। আপনার ইনস্টাগ্রাম আইডি এবং আপনি যদি বেশ জনপ্রিয় হোন তাহলে ইনফ্লুয়েন্সার হিসেবে আপনি খুবই সহজেই ইনকাম করতে পারবেন। আপনি হয়তো ফেসবুকে বা ইউটিউবে দেখে থাকবেন যারা বেশ জনপ্রিয় যাদের ফলোয়ার বেশি মানুষ তাদের কথা বিশ্বাস করে তাদের ইনফ্লুয়েন্সার বলে।
অনেক কোম্পানি আছে তাদের প্রোডাক্ট এর এড দেয়ার জন্য লোক খুঁজে থাকে। ইনফ্লুয়েন্সার হিসেবে এই কাজ করে আপনি ভালো ইনকাম করতে পারবেন। কাজ শুরু করার জন্য আপনার ফলোয়ার সম্পর্কে ধারণা থাকতে হবে। এটা একধরনের ডিজিটাল মার্কেটিং।
অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয় : ইনভেস্ট বা পুজি ছাড়া বর্তমান সময়ে ঘরে বসে কেউ যদি ইনকাম করতে চান তাহলে তাদের জন্য অ্যাফিলিয়েট মার্কেটিয় হলো একটি সুযোগ। ফেসবুক নিজের পার্সোনাল সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম, ইউটিউব এবং ইনস্টাগ্রামে সব জায়গায় আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করতে পারবেন।
যা শিখতে এবং করতে আপনার কোন রকম টাকা লাগবে না। সহজ কথায় যদি বলি আপনার কোন পণ্য আছে যা এড দেখিয়ে বিক্রি করালাম। এখন আপনি আমাকে এজন্য কমিশন দিবেন। এইটা হলো অ্যাফিলিয়েট মার্কেটিং। যত বেশি মানুষ আপনার সেই প্রোডাক্ট গ্রহণ করবে আপনি তত বেশি কমিশন পাবেন।
নিজের পণ্য বিক্রি করে আয় : আপনার যদি নিজের কোন পণ্য থাকে তাহলে আপনি চাইলে ইন্সটাগ্রামে বিক্রি করতে পারবেন। অথবা যদি চান দেশের বাহিরে পণের চাহিদা রয়েছে এবং কোয়ালিটি অনেক ভালো সেটা বিক্রি করতে পারবেন। ব্যবসা শুরু করার পর ব্যবসার পণ্য রাখার জন্য অবশ্যই একটি নির্দিষ্ট স্থানের দরকার হয়।
সেদিন বিবেচনায় ইনস্টাগ্রাম সরাসরি পণ্য বিক্রি করতে পারবেন। আপনার ডিজাইন আপলোড করে t-shirt, Hoodie, phone cover ইত্যাদি বিক্রি করতে পারবেন। কেউ অর্ডার করলে প্রডাক্ট প্রিন্ট থেকে শুরু করে ডেলিভারি পর্যন্ত সবকিছু করতে পারবেন।
ড্রপশিপিং করে আয় : ড্রপশিপিং হল অনলাইনের মাধ্যমে এক প্রকার বিজনেস করার পদ্ধতি। যেখানে আপনি মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্যের চাহিদা মিটাবেন কিন্তু আপনার কোন পণ্য মজুত করতে হবে না।
আপনি কোন অর্ডার করা প্রোডাক্ট অন্য ই-কমার্স ওয়েবসাইট থেকে অর্ডার করার সময় সেই ঠিকানায় পাঠিয়ে দিলেন এটাই মূলত ড্রপশিপিং বিজনেস। এর মানে আপনার কাছে কোন প্রোডাক্ট থাকবে না কিন্তু আপনি আপনার ওয়েবসাইটে বিক্রির জন্য বিভিন্ন প্রোডাক্ট লিস্ট করে রাখবেন।
আর কেউ অর্ডার করলে যারা সেটা সোর্স করে কাস্টমারের কাছে সেটি পৌঁছে দিবেন। এক্ষেত্রে আপনাকে একটি ড্রপশিপিং ষ্টোর সেট নিতে হবে।
নতুনদের সাহায্য করে আয় : সবাই কিন্তু সব বিষয়ে দক্ষ না। আপনি যদি ইনস্টাগ্রামে জনপ্রিয় হন তাহলে আপনি অনলাইনে নতুনদের সাহায্য করার মাধ্যমে আয় করতে পারবেন। তাঁদের অনলাইন কোর্স করাতে পারবেন।
এর বিনিময়ে আপনি তাদের থেকে টাকা ইনকাম করতে পারবেন। অনেকে আঠমছে যারা জানে না, কিভাবে স্পনসরশিপ রিকুয়েষ্ট দিতে হয়, এড প্রচার করতে হয়, ভুয়া ফলোয়ার যাচাই করা যায়। নতুন যারা তারা অনেকেই তাদের ব্রান্ডটিকে প্রচার করতে পারে না। আপনি আপনার দক্ষতা কাজে লাগিয়ে তাদের সাহায্য করতে পারবেন। বিনিময়ে আপনার আয় হবে।
ক্যাপশন বিক্রি করে আয় : ইনস্টাগ্রামে কিছু পোস্ট করার জন্য সুন্দর ক্যাপশন দিতে হয়। ক্যাপশন ভালো হলে সেটা রিচ বেশি হয়। এখানে অনেকেই আছে যারা তাদের ব্যবসার প্রচারের জন্য সুন্দর ক্যাপশন তৈরি করতে পারবেন না। তাদের কাছে আপনি ক্যাপশর বিক্রি করতে পারবেন।
একটি সুন্দর ক্যাপশন দিয়ে সে বিষয় সম্পর্কে অনেক ধারণা পাওয়া যায়। এই কাজ পাওয়ার জন্য অবশ্যই আপনার পারসোনাল আইডিতে কিছু ভালো ভালো ক্যাপশন রাখতে হবে। এছাড়া আপনার ক্যাপশন সম্বলিত যেসব পোস্ট খুব বেশি রিচ হয়েছে তার লিংক আইডিতে রাখতে হবে।
জনপ্রিয় প্রোফাইল বিক্রি করে আয় : ইনস্টাগ্রাম একটি জনপ্রিয় প্রোফাইল বিক্রি করে টাকা ইনকাম করা যায়। এমন অনেকেই আছে যারা ইনস্টাগ্রামে সময় দিয়ে আইডি গড়ে তোলা যেখানে লাখ লাখ ফলোয়ারস থাকে।
এমন প্রোফাইল বিক্রি করে আয় করা যায়। বর্তমান সময়ে অনেকেই তাদের মার্কেটিং এর জন্য সোশ্যাল মিডিয়াকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। অনেক বড় বড় প্রতিষ্ঠান তাদের পণ্যের প্রচারের জন্য লাখ লাখ ফলোয়ারস সম্বলিত আইডি বিক্রি করে ইনকাম করতে পারেন।
টিকটিক থেকে টাকা ইনকাম
আপনারা যারা অবসর সময় কাটান তাদের জন্য সুসংবাদ। এখন টিকটিক থেকে টাকা ইনকাম করা যাচ্ছে সহজেই। বেশ কয়েক উপায় টিকটক থেকে ইনকাম করা যাচ্ছে। টিকটক থেকে ইনকাম করার অনেক উপায়গুলো দেওয়া হলো-
Creativity program এ যুক্ত হয়ে : আপনার যদি ১০ হাজার ফলোয়ার এবং শেষ ৩০ দিনে ১ লাখ ভিডিও ভিড হয় তাহলে আপনি Creativity program এ যুক্ত হয়ে টিকটক থেকে ইনকাম করতে পারবেন।
অ্যাফিলিয়েট পণ্য বিক্রি করে : যেকোন কোম্পানির কোন পণ্য আপনার মাধ্যমে বিক্রি করে সেটা থেকে কমিশন আয় করার হলো অ্যাফিলিয়েট মার্কেটিং।
ভিডিও খুব দ্রুত ভাইরাল হওয়ার কারণে আপনি ভিডিওতে লিঙ্ক লাগিয়ে খুব সহজেই পণ্য বিক্রি করে ইনকাম করতে পারবেন।
নিজের পণ্য বিক্রি করে : আপনি চাইলে নিজের পণ্য বিক্রি করে টিকটক থেকে ইনকাম করতে পারবেন। এক্ষেত্রে আপনি আপনার পণ্য দেখিয়ে সরাসরি বিক্রি করতে পারবেন।
ক্রিউড ফান্ডিং করে : আপনি যেকোন projects এর জন্য আপনার ফলোয়ারদের কাছ থেকে ভিডিও এর মাধ্যমে অনুপ্রাণিত করে একসাথে টাকা জমানোকে ক্রাউড ফান্ডিং বলে৷
স্পন্সরশীপ এর মাধ্যমে : আপনার ভিডিও যদি অনেক জনপ্রিয় হয় তাহলে আপনি এই জনপ্রিয়তা কাজে লাগিয়ে আপনার ফ্যান বাড়িয়ে নিতে পারেন। তাহলে আপনার ভিডিওতে অনেক ভিউ হবে।
আর আপনার ভিডিও যদি মিলিয়ন মিলিয়ন ভিউ হয় তাহলে আপনি সেলিব্রিটি হয়ে উঠবেন। তার ফলে বিভিন্ন কোম্পানি থেকে স্পন্সরশীপ পাবেন।
রেফারের মাধ্যমে ইনকাম : আপনি টিকটক রেফারেল প্রগ্রামের মাধ্যমে অন্যদের join করিয়ে সহজেই টিকটক থেকে ইনকাম করতে পারবেন। রেফারের লিঙ্ক আপনার বন্ধুদের মাধ্যমে শেয়ার করে ইনকাম করতে পারবেন।
Premium Pain content এর মাধ্যমে : আপনি আপনার একাউন্টের অনেক কন্টেন্ট ফ্রিতে না দেখিয়ে তা Premium Pain content আকারে সেট করতে পারবেন। এতে আপনার সেই কন্টেন্ট দেখতে subsciption করে দেখতে হবে৷
ওয়েবসাইটের ফ্রি ট্রাফিক থেকে ইনকাম : আপনি আপনার ওয়েবসাইটের ফ্রি ট্রাফিক পেতে টিকটক ব্যবহার করতে পারবেন। আপনার যদি অনেক ফলোয়ার থাকে তাহলে ওয়েবসাইট এর লিংক শেয়ার করে ফ্রি ট্রাফিক পেতে পারেন।
ইনস্টাগ্রাম থেকে আয় করার উপায় সম্পর্কে আজকের এই আর্টিকেল। যার পরবর্তী অংশে আমরা আলোচনা করব ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি ফলোয়ার কার তা সম্পর্কে। বিস্তারিত জানতে সম্পন্ন পোস্ট পড়ুন।
ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি ফলোয়ার কার
সামাজিক প্লাটফর্ম ইনস্টাগ্রামে সর্বাধিক অনুসরণকারীদের সাথে শীর্ষ ৫০টি একাউন্ট তালিকাভুক্ত করা হয়েছে। সেপ্টেম্বর ২০২০ এর হিসেব অনুযায়ী গর্তুগিজ ফুটবলার ক্রিস্তিয়ানো রোনালদো ৩৫০ মিলিয়নের অধিক এবং মার্কিন সঙ্গীতশিল্পী আরিয়ানা গ্রান্দে ২৬৮ মিলিয়নের অধিক অনুসরণকারী ব্যক্তি।
প্লাটফর্মে ইনস্টাগ্রামের নিজস্ব ব্রান্ড অ্যাকাউন্ট রয়েছে যার অনুসরণকারীর সংখ্যা ৪২৪ মিলিয়নের অধিক। ১৪৪ মিলিয়নের অধিক ফলোয়ার রয়েছে ন্যাশনাল জিওগ্রাফিক দ্বিতীয় সর্বাধিক অনুসরণকৃত ব্রান্ড একাউন্ট। সর্বমোট ২১টি একাউন্টে ১০০ মিলিয়ন ফলোয়ার ছড়িয়ে গেছে।
- ৩৫০ মিলিয়নের অধিক ফলোয়ার সহ ক্রিস্তিয়ানো রোনালদো ইন্সটাগ্রামে সর্বাধিক ফলোয়ার পাওয়া ব্যক্তি।
- কাইলি জেনার ২৭১ মিলিয়নের অধিক ফলোয়ার সহ কাইলি জেনার ইনস্টাগ্রামে দ্বিতীয় এবং সর্বাধিক ফলোয়ার অর্জনকৃত নারী।
- সেলিনা গোমেজ ২০১৫ থেকে প্লাটফর্মে সবচেয়ে বেশি ফলোয়ার ছিলেন।২০১৮ শেষের দিকে তার সোশ্যাল মিডিয়া বিরতি পর্ডন্ত।
ফেসবুকে কত ফলোয়ার হলে টাকা পাওয়া যায়
ইনস্টাগ্রাম মনিটাইজেশন
আপনাদের ইনস্টাগ্রাম এ মনিটাইজেশন চালু আছে তা জানতে হবে। প্রথমে আপনি আপনার ইনস্টাগ্রামে থ্রি ডপ লাইনএ ক্লিক করবেন। তারপর সেটিংস এ যাবেন এরপর আপনি ক্রিয়েটর নামে যে অপশনটি আছে সে অপশনে ক্লিক করতে হবে।
এই অপশনে ক্লিক করার পর আপনি নিচে দেখবেন মনিটাইজেশন status নামে একটি অপশন দেখতে পাবেন। ওই অপশনে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনার ইনস্টাগ্রাম মনিটাইজেশন অন না থাকলে অন করে দিতে হবে।
ইনস্টাগ্রাম থেকে আয় করার উপায় সম্পর্কে আজকের এই আর্টিকেল। যার পরবর্তী অংশে আমরা আলোচনা করব ফেসবুক থেকে ইনকাম করার উপায়। বিস্তারিত জানতে সম্পন্ন পোস্ট পড়ুন।
ফেসবুক থেকে টাকা ইনকাম করার উপায়
ফেসবুক ব্যবহারকারীরা অর্থ উপার্জনের জন্য বেশ কিছু পদ্ধতি অনুসরণ করে থাকেন। সেগুলোর মধ্যে রয়েছে ফেসবুক অ্যাফিলিয়েট মার্কেটিং, মেসেঞ্জার এড এবং মার্কেটপ্লেসে পণ্য বিক্রির মতো বিষয়।
তবে বর্তমানে সামগ্রিকভাবে ফেসবুক অর্থ উপার্জন বেশ কঠিন হয়ে পড়েছে। এখনকার একটি পেজের কোনো অর্গানিক পোস্টের গড় রিচ সাধারণত মোট ফলোয়ারের ৫ শতাংশ। ফেসবুক তার প্লাটফর্ম ব্যবহার করে অর্থ উপার্জনের জন্য নতুন এবং চমৎকার উপায় তৈরি করছে।
আপনার যদি বেশ ভালো ফলোয়ারযুক্ত পেজ থাকে এবং সেখান থেকে কিছু অতিরিক্ত অর্থ উপার্জন করতে চান অথবা বিদ্যমান কোনো ব্যবসার জন্য আরও গ্রাহক পেতে চান তাহলে আপনার জন্য কিছু উপায় রয়েছে। যেমন-
- ফেসবুক পেজ থেকে ইনকাম
- ফেসবুক রিলস দেখে ইনকাম
- ফেসবুক লাইক দিয়ে ইনকাম
- ফেসবুক পেজ বিক্রি করে ইনকাম
- ফেসবুক পণ্য বিক্রি করে ইনকাম
- ফেসবুক মনিটাইজেশন করে ইনকাম
- পেজে পেইড সাবস্ক্রিপশন যোগ করে ইনকাম
- বিভিন্ন ব্রান্ডের সাথে কোলাবরেশন করে ইনকাম
- অনলাইন পেইড ইভেন্ট করে টাকা ইনকাম
how much does Instagram pay for 1000 viwes
Instagram does not directly pay users for views, meaning you won't receive a set amount for every 1000 views, instead, creators earn money through sponsored posts, affiliate markting and brand partnerships with the pay depending on factors like follower count, engagement rate and niche, not just the number of views alone, a typical range for micro-influencers could be between 20-50 per 1000 views on sponsored posts.
How to earn money from Instagram
9 ways to make money from Instagram. Making money on Instagram isn’t always about how many followers you have. The methods that work the best for you will depend on your unique brand of Instagram content, your target audience and your level of commitment.
- Sponsored content
- Open an online store
- Design merch for your personal brand
- Affiliate marketing
- Social selling
- Sell your photos or art online
- Earn live badges from fans
- Offer paid subscriptions
- Sell used stuff
আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url