বিছুটি পাতার উপকারিতা ও অপকারিতা - বিছুটি পাতা চুলকায় কেন?

আপনি যদি বিছুটি পাতার উপকারিতা ও অপকারিতা সম্পর্কে জানতে চান তাহলে আজকের এই আ্টিকেলটি আপনার জন্য। কারণ এই পোস্টে আমরা বিছুট
পাতা খাওয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব।তাই সম্পন্ন পোস্ট পড়ুন মনোযোগ সহকারে তাহলে হবে।

বিছুটি পাতার উপকারিতা ও অপকারিতা, কি লাগানো বিছুটি পাতার চুলকানি কমবে, বিছুটি পাতা চুলকায় কেন, বিছুটি পাতার ছবি, বিছটি পাতার চায়ের উপকারিতা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। 
সূচিপত্র 

বিছুটি পাতার উপকারিতা ও অপকারিতা 

বিছুটি পাতা নাম গুনেই বিরক্ত আসে বেশিরভাগ মানুষের। এটি এমন একটি গাছ যার পাতার রস, পাতার গুড়ো শরীরে লাগলে চুরকানি শুর হয়। এই গাছ ঝোপঝাড়ে জন্মায়। একেক জায়গায় একেক নামে ডাকা হয় বিছুটি পাতাকে। 

বিছুটি পাতায় রয়েছে ফ্যাট, আয়রন, পটাশিয়াম, ম্যাগনেমিয়াম, প্রোটিনসহ একাধিক খনিজ উপাদান। নানা রোগের দাওয়াই হলো এই পাতা। নিচে বিছুটি পাতার উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে :

  • লিভার হচ্ছে আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। যা সুস্থ রাখা জরুরি। বয়স বৃদ্ধির সাথে সাথে লিভার দুর্বল হতে থাকে। লিভারের সুস্থ্যতার জন্য বিছুটি পাতা অতন্ত্য কার্যকরী। বিছুটি পাতা শরীরে অ্যান্টি অক্সিডেন্ট উৎপাদন করে থাকে যা শরীরের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। 
  • বিছুটি পাতায় যে বিশেষ গুণাগুণ রয়েছে তা আমাদের শরীরের হাইপার টেনশন প্রতিরোধ সহায়তা করে যা আমাদের তাপীয় ব্যবস্থাকে সুস্থ রাখতে সাহায্য করে। 
  • বিছুটি পাতা প্রোস্টেটের সমস্যা দূর করতে অত্যন্ত কার্যকরী। যাদের এই সমস্যা রয়েছে তারা এই পাতাটি ব্যবহার করতে পারেন। 
  • মরণঘাতি ক্যান্সার প্রতিরোধের সক্ষম বিছুটি পাতা। এ পাতায় যে গুণাগুণ রয়েছে তা মানবদেহের ক্যান্সার প্রতিরোধ করে এবং ক্যান্সার কোষ তৈরিতে বাধা তৈরি করে। 
  • শরীরকে ডিটক্সিফাই করতে বিছুটি পাতার রয়েছে অন্যন্য ক্ষমতা। এ পাতা নিয়মিত খেলে শরীরের বিষাক্ত টক্সিন বের করে দিয়ে শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। এছাড়া এটি অন্তের পুষ্টি ক্ষমতা উন্নত করতে সহায়তা করে। 
  • বিছুটি পাতার রস রক্ত পরিষ্কারক হিসেবে কাজ করে থাকে। এটি রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয় এবং লোহিত রক্তকণিকা উৎপাদনকে বহুগুণ বৃদ্ধি করে। 
  • জ্বর শ্বাসকষ্ট এবং এলার্জির চিকিৎসায় এটি কার্যকরী। এলার্জি মূলত তৈরি হওয়ার বিভিন্ন ময়লা ধুলাবালি হয়ে থাকে। বিছুটি পাতার মধ্যে রয়েছে এন্টি ইনফ্লেমেটরি ও আন্টি এলার্জিক উপাদান যা আমাদের শরীরের এলার্জি দূর করতে সক্ষম। 
  • শরীরের যেকোনো ধরনের প্রদান দূর করতে বিছুটি পাতার রয়েছে অন্যন্য গুণাগুণ। কারণ একে প্রদাহ বিরোধী ওষুধ বলা হয়ে থাকে। 
  • মহিলাদের বিভিন্ন সমস্যা দূর করতে সক্ষম এই বিছুটি গাছ। যাদের অনিয়মিত মাসিক রয়েছে তারা বিছুটি গাছের পাতা খেতে পারেন। 
  • বিছুটি গাছের বিভিন্ন অংশ শরীরের প্রজনন ক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে তোলে। ডিম্বাশয়ের রক্তপাতকে নিয়ন্ত্রণ করে এবং ডিম্বাশয়ের ভিতরে সিস্ট তৈরিতে বাধা দেয়। 
  • ক্ষত নিরাময় ও প্রদাহ নিয়ন্ত্রণ করে। মূলত এটি ক্ষত নিরাময়ের জন্য প্রয়োজনীয় অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান বিছুটি পাতার মধ্যে রয়েছে যা শরীরের যেকোন ক্ষত নিরাময়ে সাহায্য করে। 
  • বিছুটি গাছের তৈরি ওষুধ শরীরের কোষগুলোকে পুনগঠন করে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে। 
  • বিছুটি পাতায় বিভিন্ন খনিজ, ভিটামিন এবং ফ্যাটি এসিড রয়েছে যা শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। 
  • কিডনির জন্য অনেক উপকারী বিছুটি পাতা। এপাতার চা করে নিয়মিত খেলে কিডনির পাথর অপসারণ হয়ে যায়। 
  • ডায়াবেটিস রোগিদের জন্য এই পাতা উপকারী। এ পাতার রস ইনসুলিন হরমোনের ক্ষরণ বাড়িয়ে দিতে সক্ষম। রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে। 

বিছুটি পাতার উপকারিতা ও অপকারিতা আর বিছুটি পাতা চুলকায় কেন তা সম্পর্কে আজকের এই পোস্ট। যার পরবর্তী অংশে আলোচনা করব কি লাগালে বিছুটি পাতার চুলকানি কমবে তা সম্পর্কে। বিস্তারিত জানতে সম্পন্ন পোস্ট পড়ুন। 

কি লাগালে বিছুটি পাতার চুলকানি কমবে

বিছুটি পাতা বা নেটল গ্রাসের গায়ে থাকে রোযা। যা মানুষের গায়ে লাগলেই চুলকানি হয়। কিন্তু এই বিছুটি পাতাই আসলে একটি অত্যন্ত উপকারী ভেষজ চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হয়। 

বিছুটি পাতা গায়ে লাগলে চুলকানি হলেও এর কোনো ক্ষতিকর দিক নেই। কিছু সময় পর তা নিজে থেকে ভালো হয়ে যাবে। চুলকানি শুরু হলো পানি দিয়ে ধুয়ে নিতে পারেন। কিন্তু অতিরিক্ত চুলকানি হলো ডাক্তারের পরামর্শ হতে হবে। 

বিছুটি পাতার উপকারিতা ও অপকারিতা সম্পর্কে আজকের এই পোস্ট। যার পরবর্তী অংশে আলোচনা করব কি লাগালে বিছুটি পাতা গায়ে লাগলে চুলকানিয় কেন তা সম্পর্কে। বিস্তারিত জানতে সম্পন্ন পোস্ট পড়ুন। 

বিছুটি পাতা  চুলকায় কেন?

বিছুটি পাতার কান্ডে ক্ষুদ্র ক্ষুদ্র কাঁটার মতো রোম থাকে৷ এই রোম গলো স্পর্শ করলে ত্বকে চুলকানি এবং জ্বালাপোড়া হয়। চুলকানির পেছনে রয়েছে একাধিক রাসায়নিক প্রক্রিয়া এবং শারীরবৃত্তীয় প্রতিক্রিয়া। বিছুটি পাতার রোমগুলো আসলে ক্ষুদ্র ক্ষুদ্র নলাকার কাঠামো ফাঁকা নলেে মতো। 

নলের ভেতর নানা রকম রাসায়নিক পদার্থ থাকে। শরীরের সংস্পর্শে এলে রোম ভেঙে যায় এবং ভেতরকার রাসায়নিক পদার্থগুলি বেরিয়ে আসে। সেই রাসায়নিকের সংস্পর্শে চুলকানি হয়। 

রোমের ভেতরে থাকা প্রধান রাসায়নিক পদার্থটি হলো হিস্টামিন। হিস্টামিন সব ধরনের অ্যালার্জির জন্য দায়ী। আমাদের শরীরের প্রায়ই যে ফুসকুড়ির মতো অ্যালার্জি দেখা দেয় এর মূল কারণ এই হিস্টামিন। বিছুটি পাতার রোমের হিস্টামিন শরীরে অ্যালার্জিক প্রতিক্রিয়া সৃষ্টি করে। 

ত্বকে এর উপস্থিতি চুলকানি এবং জ্বালাপোড়া সৃষ্টি করতে পারে৷ তাই ত্বক বিছুটি পাতার সংস্পর্শে দ্রুত আক্রান্ত স্থান ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে বিষাক্ত রাসায়নিকগুলি দূর হয়ে যাবে এবং চুলকানি কমে যাবে অনেকটাই। 

বিছুটি পাতা স্পর্শ করলে চুলকানি এবং জ্বালাপোড়া হয় ঠিক কিন্তু সাধারণত ক্ষতিকর না। তবে অতিরিক্ত প্রতিক্রিয়া বা এলার্জির সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। 

বিছুটি গাছের ঔষধি গুণ

ফল ও শিকড় প্রস্রাবের জ্বালাপোড়া, মাথাব্যথা, কুষ্ঠরোগ, চর্মরোগ, চুলপড়া, বুধ ধরফড়ানি ইত্যাদি সমস্যায় নানাভাবে কাজে লাগে। প্রস্রাবের জ্বালাপোড়ায় মাথাব্যথায় উপকার পাওয়া যায়। গায়ে খোসপাঁচড়া ও ঘা বেশ উপকার পাওয়া যাবে। 

সর্দি-কাশি, জ্বরে আধা কাপ পরিমাণ শিকড়ের রস দুই থেকে তিন দিন পান করলে উপশম হয়। চুল পড়া বন্ধ করতে গাছের শিকড় অল্প পানিতে পিষে আমলকীর রসের সাথে মিশিয়ে মাথায় লাগলো হয়। 

আসাম অঞ্চলের কোন কোন বৈদ্য এটাকে উন্মাদ রোগের চিকিৎসায় ব্যবহার করেন। আয়ুর্বেদ এবং চরক সংহীতায় এর ভেষজগুণের উল্লেখ রয়েছে। লোকালয়ে ঝোপঝাড় ধ্বংস করে আবাদি জমি তৈরির ফলে এই গাছ হারিয়ে যেতে বসেছে। 

বিছুটি পাতার উপকারিতা ও অপকারিতা সম্পর্কে আজকের এই পোস্ট। যার পরবর্তী অংশে আলোচনা করব কি লাগালে বিছুটি পাতা কোথায় পাওয়া যায় তা সম্পর্কে। বিস্তারিত জানতে সম্পন্ন পোস্ট পড়ুন। 

বিছুটি পাতা কোথায় পাওয়া যায়

বিছুটি পাতা কোথায় পাওয়া যায় সে সম্পর্কে অনেকেই জানেনা। বিছুটি গ্রামে আগাছক হিসেবে জন্মে থাকে। তবে এর সংস্পর্শে শরীরে তীব্র চুলকানির সমস্যা হয় হলে এটিকে বেশির ভাগ মানুষ নিধন করে ফেলে। 

বিছুটি গাছের নাম একেক অঞ্চলে একেক মতো। উত্তরবঙ্গের লোকেরা এটিকে ছোতারা পাতা হিসাবে চিনে। ময়মনসিংহ অঞ্চলে আবার এই গাছটি চোতরা হিসেবে পরিচিত। 

বিছুটি পাতা গ্রামে বেশি দেখা যায়। বিশেষ করে বন-জঙ্গলে দেখা যায়। অনেক গাছের ভিরে এদের জন্ম হয় নিজে থেকে। 

বিছুটি পাতা in english 

বিছটি পাতার উপকারিতা ও অপকারিতা সম্পর্কে আজকের এই পোস্ট। যার মধ্যে এখন আমরা আলোচনা করব বিছুটি পাতা in English এই বিষয় সম্পর্কে। তাই আপনি যদি বিছুটি পাতা সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে সম্পন্ন পোস্ট পড়ুন। 

বিছুটি পাতার ইংরেজি হলো : Nettle leaves 

Nettle leaf in bengali

In Bengali 'nettle leaf' can be translated as বিছুটি পাতা (bichuti pata). In some regions of North Bengal, it might als be called ছোতরা পাতা (Chhotra Pata)

বিছুটি পাতার ছবি

অনেকে বিছুটি পাতার ছবি দেখতে চান বা ইন্টারনেটে খুজে থাকেন। তাদের জন্য আমাদের আজকের পোস্টের এই অংশটি। যার মধ্যে এখন আমরা বিছুটি পাতার ছবি দেখাবো। যা আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। 

বিছুটি পাতার উপকারিতা ও অপকারিতা সম্পর্কে আজকের এই পোস্ট। যার পরবর্তী অংশে আলোচনা করব কি লাগালে বিছুটি পাতার চা এর উপকারিতা সম্পর্কে। বিস্তারিত জানতে সম্পন্ন পোস্ট পড়ুন। 

বিছুটি পাতার চা এর উপকারিতা 

বিছুটি পাতা শুকিয়ে গুড়ো করে নিন। এবার একটি পাত্রে পানি গরম করে এক চামচ এই গুড়ো মিশিয়ে মিনিট দশেক ফুটিয়ে নিন। তারপর ছেঁকে নিয়েই পান করুন এই চা। বিছুটি পাতার চা এর উপকারিতা সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে :

  • আয়ুর্বেদ শাস্ত্রে বিছুটি পাতার নির্যাস দিয়ে অনেক রকম ব্যথানাশক ওষুধ তৈরি হয়। বাতের ব্যথা উপশমে এই পাতা বেশি উপকারী। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে এই পাতার চা নিয়মিত খেলে বাতের সমস্যা দূর হয়। 
  • বিছুটি পাতার অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল গুণ শরীরে যেকোন রকম সংক্রমণ ঠেকিয়ে রাখতে দারুণ উপকারী। গরমের সময়ে অনেক নারীর মূত্রনালিতে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন এর সমস্যা দেখা যায়। এই পাতা শরীরের ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলোকে বার করতে সাহায্য করে। 
  • গরমে অনেককেই ঘামাচির সমস্যায় নাজেহাল হয়ে থাকে। এজন্য বিছুটি পাতার রস খেলে উপকার পেতে পারেন। র্যাশ ও অ্যালার্জির সমস্যা দূর করতে বিছুটি পাতার চা কাজে আসে। 
  • ডায়াবেটিস রোগিদের জন্য এই পাতার জুড়ি মেলা ভার। এই পাতার রস শরীরে ইনসুলিন হরমোনের ক্ষরণ বাড়িয়ে দিতে পারে। এই হরমোন রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
  • কিডনিতে পাথর জমলে বিছুটি পাতার চা খেলে উপকার পেতে পারেন। হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে এই পাতার উপর ভরসা করতে পারেন। 

বিছুটি পাতার উপকারিতা ও অপকারিতা সম্পর্কে আজকের এই পোস্ট। যার মধ্যে আলোচনা করেছি বিছুটি পাতা নিয়ে বিস্তারিত তথ্য। বিস্তারিত জানতে সম্পন্ন পোস্ট পড়ুন। 

লেখকের মন্তব্য 

বিছুটি পাতার উপকারিতা ও অপকারিতা সম্পর্কে আজকের এই পোস্ট। যার মধ্যে আমরা আলোচনা করেছি কি লাগালে বিছুটি পাতা চুলকায় কেন, বিছুট পাতার চা খাওয়ার উপকারিতা, বিছুটি পাতা গায়ে লাগলে চুলকায় কেন, বিছুটি পাতার গাছের ছবি, বিছুট পাতার ইংরেজি নাম ইত্যাদি বিষয় সম্পর্কে। 

আমাদের আজকের আলোচনা ছাড়া কোন প্রশ্ন কিংবা মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আমরা আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়া চেষ্টা করব। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url